Web Analytics

ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম ও গাজার মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে শুরু হয়েছে ‘বিশ্ব আল-কুদস সপ্তাহ’। মঙ্গলবার রাজধানীর জামি‘আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় এক সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে বিশেষ বার্তা পাঠ করা হয়। ফিলিস্তিন ওলামা পরিষদের আন্তর্জাতিক আহ্বানের অংশ হিসেবে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচির আয়োজন করেছে, যার সহযোগী ছিল ইন্তিফাদা ফাউন্ডেশন বাংলাদেশ।

সেমিনারে বক্তারা বলেন, আল-আকসা মসজিদের সুরক্ষা ও ফিলিস্তিনের মুক্তি কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এটি বিশ্বের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। বিশেষ বার্তায় ফিলিস্তিন ও গাজার সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য এবং ওলামায়ে কেরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে ফিলিস্তিন, গাজা ও বিশ্বের নিপীড়িত মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইসমাঈল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।