জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী নির্বাচনের তারিখ ঘোষণার আগে ‘জুলাই সনদ’ প্রণয়ন ও প্রকাশের আহ্বান জানিয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এই সনদ নীতিগত সংস্কার ও জুলাই আন্দোলনের শহিদদের প্রতি নৈতিক দায়িত্বের প্রতীক। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অংশগ্রহণমূলক রাজনীতির ওপর গুরুত্ব দেন। তিনি নিরপেক্ষ নির্বাচন কমিশন ও ধাপে ধাপে নির্বাচন আয়োজনের দাবিও জানান, যাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।