নারায়ণগঞ্জ শহরে সরকারি জমিতে লিজ নিয়ে গড়ে ওঠা একটি মার্কেট দখলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের বিরুদ্ধে। মার্কেট মালিকদের পক্ষ থেকে মোয়াজ্জেম হোসেন গত রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগে বলা হয়, চারারগোপ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের লিজকৃত জমিতে নির্মিত মার্কেটটি বাইতুস ছালাত (মসজিদ) কো-অপারেটিভ শপিং সোসাইটি লিমিটেড পরিচালনা করে।
অভিযোগে উল্লেখ করা হয়, নুরুল ইসলাম সরদার ও তার সহযোগীরা মার্কেটটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন, যার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করা হয়। গত ১৯ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে নালিশি ভূমিতে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। তবে অভিযোগকারী জানান, আদালতের নির্দেশ অমান্য করে ২৪ জানুয়ারি সন্ধ্যায় আবারও হুমকি দেওয়া হয়। অভিযুক্ত নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, উভয়পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং বর্তমানে কোনো অভিযোগ নেই।