ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে। দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।