প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর আগে গত সোমবার রাতে কুমিল্লার থেকে হৃদয় মিয়াজি (২৩) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। নিহত পারভেজ বন্ধুদের সাথে হাসছিলেন। অপরদিকে থাকা দুই মেয়ে ও তার বন্ধুরা তাদের নিয়ে হেসেছে বলে অভিযোগ করে। এই ঘটনার জেরে পারভেজকে খুন করা হয়।