Web Analytics

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, সেরকম জঘন্য অপরাধ ১৯৭১ সালেও পাকিস্তানি বাহিনীও করেনি। লাশ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনআর্মস আহত মানুষকে গুলি করে মেরে ফেলা তো যুদ্ধাপরাধ। আসিফ নজরুল বলেন, আপনারা বলতে পারেন, এরকম তো ২৫ মার্চ কালো রাত্রে ঘটেছে। অবশ্যই ২৫ মার্চে কালো রাত্রে ভয়ানক ঘটনা ঘটেছে। কিন্তু ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর মানে আপনি যদি পাসপেক্টিভ দেখেন, ৭১ সালে ডেড বডি পুড়িয়ে ফেলেছে, এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই। একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে অবস্থায় গুলি করেছে এরকম মুক্তিযোদ্ধার বর্ণনায় পাই নাই। অন্যরকম নৃশংস থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতার গল্প পাই নাই। এই সময় উপদেষ্টা আপ্রাণ রাতদিন পরিশ্রমের কথা তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।