Web Analytics

ইন্দোনেশিয়া গাজায় সম্ভাব্য শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিতে ২০ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সাজাফ্রি সাজামসোয়েদ্দিন। তিনি জানান, এই সেনারা মূলত স্বাস্থ্য ও নির্মাণ সম্পর্কিত কাজে নিয়োজিত থাকবে। বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজায় স্থিতিশীলতা আনতে একটি বহুজাতিক বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করছে, যেখানে আজারবাইজান, মিশর ও কাতারও যুক্ত রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন এমন বাহিনীর পরিকল্পনা করছে যা গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সীমান্ত সুরক্ষা, বেসামরিক নাগরিকদের রক্ষা এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করবে। তবে ইন্দোনেশিয়া এখনো সেনা মোতায়েনের সময় বা ম্যান্ডেট নির্ধারণ করেনি। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জর্ডানের রাজা আবদুল্লাহর সঙ্গে এই উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। জাতিসংঘের প্রস্তাব এলে ইন্দোনেশিয়া ২০ হাজার বা তার বেশি সেনা পাঠাতে প্রস্তুত বলে আগেই জানিয়েছিলেন প্রাবোও।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।