Web Analytics

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ১৬ বছরের অর্থনৈতিক অসামঞ্জস্যতা ও ক্রিমিনালাইজেশন কাটিয়ে উঠতে পলিসি ডাইভারশন অত্যন্ত জরুরি। দেশের উচ্চ লজিস্টিক খরচ এবং কৃষি, শিল্প ও সেবায় লজিস্টিকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি নিয়ন্ত্রকদের সুস্পষ্ট নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশাল জনসংখ্যা ও বাড়তে থাকা লজিস্টিক চাহিদার মধ্যে শ্রমশক্তির উৎপাদনশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা জরুরি। এই মন্তব্য তিনি গ্রিন গ্রোথের জন্য অটোমোবাইল নীতির সেমিনারে করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।