Web Analytics

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের ১৬ বছরের অর্থনৈতিক অসামঞ্জস্যতা ও ক্রিমিনালাইজেশন কাটিয়ে উঠতে পলিসি ডাইভারশন অত্যন্ত জরুরি। দেশের উচ্চ লজিস্টিক খরচ এবং কৃষি, শিল্প ও সেবায় লজিস্টিকের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি নিয়ন্ত্রকদের সুস্পষ্ট নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশাল জনসংখ্যা ও বাড়তে থাকা লজিস্টিক চাহিদার মধ্যে শ্রমশক্তির উৎপাদনশীলতা ও টেকসই প্রবৃদ্ধির জন্য সমন্বিত প্রচেষ্টা জরুরি। এই মন্তব্য তিনি গ্রিন গ্রোথের জন্য অটোমোবাইল নীতির সেমিনারে করেন।

25 Jun 25 1NOJOR.COM

১৬ বছরের অর্থনৈতিক অসামঞ্জস্যতা মোকাবিলার জন্য পলিসি ডাইভারশন জরুরি: বাণিজ্য উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!