Web Analytics

ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায় থাকার ফলে এর অবস্থান পিছিয়ে এখন ঠেকেছে ৪৭ নম্বরে গিয়ে। অথচ শুক্রবার ঢাকার অবস্থান ছিল ১১তম। সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ১০টা ১৩ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৫৬। অথচ গতকাল শুক্রবারের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ১০২। এদিকে, আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির বায়ুমান ১৮১, যা সবার জন্য অস্বাস্থ্যকর। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে—উগান্ডার কামপালা, ইন্দোনেশিয়ার মেদান, পাকিস্তানের লাহোর ও ইন্দোনেশিয়ার বাটাম। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৬৬, ১৫৯, ১৫৮ ও ১৪৫।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।