প্রায় দুই মাস বন্ধ থাকার পর আফগানিস্তানের সঙ্গে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের জন্য খুলে দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হলেও বাণিজ্য কার্যক্রম এখনো স্থগিত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর হামলা ও কাবুলে ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তানে খাদ্য ও ওষুধ সরবরাহে ঘাটতি দেখা দেয়। গত ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো বহাল থাকলেও, ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক এখনো উত্তেজনাপূর্ণ রয়ে গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।