Web Analytics

চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি প্রার্থীরা সম্পদে জামায়াতের প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী সবচেয়ে ধনী, যার ঘোষিত সম্পদ প্রায় ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকা এবং ঋণ ১ হাজার ৭০০ কোটি টাকা। একই আসনের জামায়াত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিকী সবচেয়ে গরিব, যার মোট সম্পদ ৪৩ লাখ ৮৪ হাজার টাকা। রাঙ্গুনিয়ার বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর সম্পদ ১৩৪ কোটি টাকা এবং রাউজানের গোলাম আকবর খোন্দকারের ৫২ কোটি টাকা।

জামায়াতের বেশিরভাগ প্রার্থী শিক্ষক, ছোট ব্যবসায়ী বা বেতননির্ভর পেশাজীবী, যাদের সম্পদ সাধারণত ৩০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে। ব্যতিক্রম হিসেবে ফটিকছড়ির নুরুল আমিন ১৩ কোটি টাকার সম্পদ ঘোষণা করেছেন। অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম বলেন, অনেক প্রার্থীর ঘোষিত সম্পদ আয়ের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি এবং এসব তথ্যের স্বাধীন যাচাই প্রয়োজন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, হলফনামায় ভুল বা গোপন তথ্য দিলে তা আইনি অপরাধ হিসেবে গণ্য হবে এবং প্রার্থিতা বাতিল হতে পারে।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও স্বচ্ছতা সংস্থাগুলো হলফনামার সত্যতা যাচাই করবে, যা নির্বাচনী জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।