Web Analytics

যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বাংলাদেশ দল আসন্ন বিশ্বকাপে অংশ নেবে না। আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান নির্ধারণের জন্য।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল আইসিসি সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সিদ্ধান্ত জানানোর জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। এরপর আজ ক্রিকেটার ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে যৌথ আলোচনায় বসে বিসিবি। বৈঠক শেষে ড. আসিফ নজরুল জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় সরকার পূর্বের সিদ্ধান্তেই অনড় রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে যাওয়ার পক্ষে নয় বাংলাদেশ সরকার এবং এই অবস্থানই এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।