দক্ষিণ গাজার সবচেয়ে বড় নাসের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে রোববারের এ হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল। অন্যান্য চিকিৎসাব্যবস্থার মতো ইসরাইলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসের হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।