Web Analytics

দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে শনিবার আলজাজিরা জানিয়েছে। দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও জিম্বাবুয়েতে নদী উপচে পড়া ও অবকাঠামো ধসে বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো ও এমপুমালাঙ্গা প্রদেশে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। জিম্বাবুয়ের সীমান্তসংলগ্ন একটি চেকপোস্টও বন্যার পানিতে ঘিরে ফেলায় নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং একটি জেলায় ৩৬টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। লিম্পোপোর প্রিমিয়ার ফোফি রামাথুবা বলেন, প্রদেশজুড়ে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জিম্বাবুয়েতে চলতি বছরের শুরু থেকে অন্তত ৭০ জনের মৃত্যু ও এক হাজারের বেশি বাড়ি ধ্বংস হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দুই লাখের বেশি মানুষ এই দুর্যোগে আক্রান্ত হয়েছে এবং ৭০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে, যা ছোট কৃষকদের খাদ্যসংকট আরও বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।