Web Analytics

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রশিবির তাদের ‘জনশক্তি’ ও কো-অর্ডিনেশন দিয়ে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে, শিবিরের কর্মীরা বিভিন্ন প্লাটফর্ম থেকে অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষ চালিয়ে নিয়ে গেছেন বলেও জানান। উপদেষ্টা বলেন, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ- অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। তিনি ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়নসহ গণঅভ্যুত্থানের পক্ষের সংগঠনগুলোর গণঅভ্যুত্থানে অবদান স্বীকার করেন। আরো বলেন, আলেম ও মাদ্রাসা ছাত্ররা রাজপথে নেমে দীর্ঘসময় প্রতিরোধ ধরে রেখেছিলেন। যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ। শ্রমজীবীরা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘসময় লড়াই করেছে, রিক্সাচালক ও নিম্ম, নিম্ম-মধ্যবিত্ত মানুষেরা প্রতিরোধ গড়েছেন। নারীরা রাজপথে লড়েছে এবং আহতদের সহযোগিতা করেছে। এছাড়া উপদেষ্টা গণঅভ্যুত্থানে অবদান রাখা নানা শ্রেণী পেশার মানুষের অবদান তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।