Web Analytics

যুক্তরাষ্ট্রের কঠোর আমদানি শুল্ক ও বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তার চাপে ভারত এখন একের পর এক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের পথে এগোচ্ছে। আগস্টে কার্যকর হওয়া ৫০ শতাংশ মার্কিন আমদানি শুল্ক ভারতের বস্ত্র, গাড়ির যন্ত্রাংশ, ধাতু ও শ্রমনির্ভর শিল্পে বড় আঘাত হেনেছে, ফলে ভারতীয় রপ্তানিকারকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, ভারত এফটিএকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে দীর্ঘমেয়াদে মার্কিন শুল্কের প্রভাব কমানো যায়। বর্তমানে ভারতের ১৫টি এফটিএ কার্যকর, ৬টি অগ্রাধিকারমূলক আলোচনায় এবং ৫০টিরও বেশি নতুন চুক্তি আলোচনাধীন রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, নিউজিল্যান্ড, চিলি ও ওমানের সঙ্গে দ্রুত চুক্তির উদ্যোগ এই চাপ মোকাবিলারই অংশ।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, চীনের বাইরে প্রায় সব বড় অর্থনীতির সঙ্গে চুক্তি করার এই প্রচেষ্টা ভারতের কূটনৈতিক ভারসাম্যহীনতা বাড়াতে পারে এবং ভবিষ্যতে অর্থনৈতিক স্বার্থের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।