ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের অতিরিক্ত সচিবরা কোনো ধরনের আর্থিক সুবিধা ছাড়া সচিব হিসাবে পদোন্নতি দাবি করেছেন। বঞ্চনা নিরসনে সাবেক অর্থ সচিব মো. জাকির আহমেদ খানের কমিটিতে প্রতিকারের জন্য আবেদন করেননি- এমন কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ যারা আবেদন করেছেন তাদের আবেদন মূল্যায়ন করা হয়নি। বঞ্চনা নিসরন কমিটিতে আবেদন করেছিলেন ৫৭২ জন অতিরিক্ত সচিব, এদের মধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন মাত্র ৫১ জন। বাকি ৪৬১ জনের আবেদন আমলেই নেওয়া হয়নি। আরও দাবি করেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময় পদোন্নতিসহ বিভিন্নভাবে বঞ্চনায় শিকার হয়ে অবসরে যাওয়া ৪৬১ জন অতিরিক্ত সচিব অর্থাৎ ৯০ শতাংশ অতিরিক্ত সচিবের আবেদন মূল্যায়ন করা হয়নি। জনপ্রশাসন সচিব তাদের জানিয়েছেন, ভূতাপেক্ষ পদোন্নতি বঞ্চিতদের আবেদন রিভিউ এবং এ সংক্রান্ত কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছেন।