Web Analytics

ইরানের কিশ দ্বীপে আয়োজিত এক ম্যারাথনে কয়েকজন নারী দৌড়বিদ হিজাব ছাড়া অংশ নেওয়ায় দুই আয়োজককে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় দুই হাজার নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন। লাল টি-শার্ট পরা কিছু নারী দৌড়বিদের মাথায় হিজাব না থাকায় সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ে এবং রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কিশের প্রসিকিউটর জানান, দৌড়ের আয়োজনটি “সামাজিক শালীনতার লঙ্ঘন” ছিল, যদিও তিনি নির্দিষ্টভাবে কীভাবে তা লঙ্ঘিত হয়েছে তা ব্যাখ্যা করেননি। সরকারের পক্ষ থেকে বলা হয়, এটি শুধু হিজাব আইনের লঙ্ঘন নয়, বরং পুরো আয়োজনের ধরনই “অগ্রহণযোগ্য”। অন্যদিকে, প্রগতিশীল সমাজের অংশ এই নারীদের সমর্থন জানিয়েছে, একে তারা দমনমূলক নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন।

ঘটনাটি ইরানে নারীর স্বাধীনতা ও হিজাব ইস্যু নিয়ে চলমান উত্তেজনাকে আরও উস্কে দিয়েছে, যা দেশটির রাজনীতি ও সমাজে দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।