Web Analytics

দক্ষিণ লেবাননের মারজায়উন জেলায় জলপাই চাষিরা ইসরায়েল ও হিজবুল্লাহর এক বছরের যুদ্ধের পর জীবিকা পুনর্গঠনে সংগ্রাম করছেন। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী সীমান্ত এলাকায় ভূমি সমতল করে প্রায় ৫৬ হাজার জলপাই গাছ উপড়ে ফেলে তথাকথিত বাফার জোন তৈরি করে। হুলা ও ব্লিদার কৃষক খায়রাল্লাহ ইয়াকুব ও হুসেইন দাহের এখনো ড্রোন হামলা ও গোলাবর্ষণের ঝুঁকিতে তাদের বাগানে যেতে বাধ্য হচ্ছেন। জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি লেবানিজ নিহত হয়েছে। এফএওর হিসাব অনুযায়ী, জলপাই খাতে ক্ষতির পরিমাণ ২৩৬ মিলিয়ন ডলার। কৃষকরা গবাদিপশু ও যন্ত্রপাতি হারিয়েছেন, জলপাই তেল উৎপাদন প্রায় বন্ধ। সরকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিজন কৃষককে সর্বোচ্চ ২,৫০০ ডলার ক্ষতিপূরণ ও ২ লাখ জলপাই চারা রোপণের, তবে সহায়তা এখনো সীমিত। পর্যাপ্ত সহায়তা না পেলে শতাব্দীপ্রাচীন কৃষি ঐতিহ্য হারানোর আশঙ্কা করছেন তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।