ইসরায়েলি অবরোধ ও লাগাতার হামলায় গাজায় মারাত্মক মানবিক সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ইউনিসেফ। পানি সরবরাহ ব্যবস্থার ৬০ শতাংশ পুরোপুরি বিকল, বাকি অংশ কোনোমতে চলছে। ইউনিসেফ মুখপাত্র জেমস এল্ডার বলেছেন, দ্রুত পদক্ষেপ না নিলে শিশুদের পিপাসায় মৃত্যু শুরু হতে পারে। সংস্থাটি গাজার সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা ও দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।