Web Analytics

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে অনলাইন জালিয়াতি ও জুয়া কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১,৫৯০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। জান্তা সরকারের নিয়ন্ত্রিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে এসব বিদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছিলেন এবং তাদের মধ্যে চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারত, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া, মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। অভিযানে ২,৮৯৩টি কম্পিউটার, ২১,৭৫০টি মোবাইল ফোন, ১০১টি স্টারলিংক স্যাটেলাইট রিসিভার, ২১টি রাউটারসহ অনলাইন জালিয়াতি ও জুয়া কার্যকলাপে ব্যবহৃত বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্রমবর্ধমান সীমান্তপারের সাইবার অপরাধ দমনে এটি মিয়ানমারের অন্যতম বৃহৎ অভিযান বলে মনে করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।