Web Analytics

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভিযোগ করেছেন যে গত ১৫ বছরে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অর্থনৈতিক খাতের অস্বচ্ছতা ও হিসাবরক্ষণের দুর্বলতার কারণে বৈদেশিক বিনিয়োগ এবং অভ্যন্তরীণ সম্পদের সঠিক ব্যবহার ব্যাহত হয়েছে। আর্থিক লুটপাটের চাপ শেষ পর্যন্ত সাধারণ জনগণের ওপর পড়েছে। তাই পেশাদারদের নৈতিকতা ও দক্ষতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভবিষ্যতের পেশাদার, হিসাবরক্ষক, অডিটর ও অর্থনৈতিক বিশ্লেষকরা সততা, জবাবদিহিতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশের অবস্থানকে শক্তিশালী করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।