Web Analytics

ভারতে বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মুসলিম সংগঠনগুলো। দিল্লিতে এ বিক্ষোভে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদীসহ বিরোধীরাও অংশ নেয়। বিক্ষোভে দাবি ওঠে, এই বিল বাতিল করতে হবে। বিলের বিরুদ্ধে আগামী ২০ মার্চ পাটনায় বিক্ষোভ দেখাবে এআইএমপিএলবি। ওয়াকফ বিলে বলা হয়েছে, ওয়াকফ বোর্ডে অন্ততপক্ষে দুই জন মুসলিম নন, এমন সদস্য থাকবেন। অন্তত একজন করে শিয়া, সুন্নী এবং অনগ্রসর মুসলিমদের প্রতিনিধি থাকবেন। সার্ভে কমিশনারের পদটি বাতিল করে জেলার কালেক্টরকে সার্ভে বা সমীক্ষার দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি সম্পত্তি ওয়াকফ থেকে বাতিল হবে।‌ বিরোধী দলগুলোও এই বিলের বিরোধিতা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।