ঢাকার এক আদালত দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক হামিদুল হকের চারটি ব্যাংক হিসাব থেকে ৪০ কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন, যা দুর্নীতি দমন কমিশনের অনুরোধের পর হয়েছে। কমিশন জানিয়েছে, হামিদুল ও তার সহযোগীরা অর্থ উত্তোলন বা স্থানান্তর করতে পারেন। এর আগে আদালত হামিদুল ও তার স্ত্রীর উপর দেশত্যাগ নিষেধাজ্ঞা জারি করে।