বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই, তিনি ইচ্ছামতো ফিরে আসতে পারেন। লন্ডনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বৈঠকে রাজনৈতিক ও নির্বাচনী সব বিষয়েই আলোচনা হয়েছে। কেবল নির্বাচন নয়, নির্বাচন-পরবর্তী ঐক্য ও সংস্কারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে এনসিপির নির্বাচন ইস্যু আলোচনার সুযোগ ছিল না। উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।