Web Analytics

ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিউস কুবিলিউস সতর্ক করেছেন যে রাশিয়ার আধুনিক ড্রোন হামলা মোকাবিলায় ইউরোপ এখনো পুরোপুরি প্রস্তুত নয়। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে এক ভাষণে তিনি বলেন, পোল্যান্ডে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলার পরও ইউরোপের সনাক্তকরণ, প্রতিরক্ষা ও ধ্বংসের সক্ষমতা যথেষ্ট শক্তিশালী নয়। কুবিলিউস প্রশ্ন তোলেন, রাশিয়া যেমন শিখছে, ইউরোপ কি শিখছে? তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ইউরোপকে শিক্ষা নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে, নইলে এটি হবে একটি ঐতিহাসিক ভুল যা ইউরোপ ও ইউক্রেন উভয়কেই দুর্বল করবে। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পর ন্যাটো পূর্ব সীমান্তে অতিরিক্ত সেনা ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।