রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের তামিলনাড়ুর কুণ্ডনকুলমে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত এই প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে ৬,০০০ মেগাওয়াট। এর মধ্যে দুটি রিঅ্যাক্টর ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে, বাকি চারটির নির্মাণকাজ চলছে।
নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, কুণ্ডনকুলম প্রকল্পটি ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতার একটি মাইলফলক। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটম ইতোমধ্যে তৃতীয় রিঅ্যাক্টরের জন্য প্রথম চালানের পারমাণবিক জ্বালানি সরবরাহ করেছে। ২০২৪ সালের চুক্তি অনুযায়ী, রাশিয়া তৃতীয় ও চতুর্থ রিঅ্যাক্টরের পুরো কার্যকালজুড়ে জ্বালানি সরবরাহ করবে।
ভারতের ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। দুই দেশ ভবিষ্যতে ছোট মডুলার রিঅ্যাক্টর ও ভাসমান পারমাণবিক কেন্দ্র নিয়েও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে।