Web Analytics

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অনুমোদিত জেলা কমিটিতে জাতীয় পার্টির কয়েকজন নেতার নাম অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত কমিটিতে হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা মো. ইসমাইল হোসেনকে যুগ্ম সমন্বয়ক করা হয়েছে। এছাড়া শ্রমিক নেতা মো. আব্দুল লতিফ ও ব্যবসায়ী মো. মতিয়ার রহমানও কমিটিতে স্থান পেয়েছেন, যাদের রাজনৈতিক অতীত জাতীয় পার্টির সঙ্গে যুক্ত। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে। জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক মো. আবু সালেক এনসিপির এই পদক্ষেপের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্ষোভ প্রকাশ করেন। তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জানতেন না যে সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্বে অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।