Web Analytics

ইরানে চলমান তীব্র সরকারবিরোধী বিক্ষোভের কারণে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে। শনিবার (১০ জানুয়ারি) লুফথানসা, ফ্লাইদুবাই, তুর্কিশ এয়ারলাইনস, কাতার এয়ারওয়েজ ও অস্ট্রিয়ান এয়ারলাইনস ইরানে তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইদুবাই এককভাবে তেহরান, শিরাজ ও মাশহাদগামী অন্তত ১৭টি ফ্লাইট বাতিল করেছে। এমিরেটস ও ওমান এয়ারের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুর্কিশ এয়ারলাইনস তেহরান ও তাবরিজ রুটের ১৭টি ফ্লাইট স্থগিত করেছে, এবং তাদের সহযোগী সংস্থা এ-জেটও একই সিদ্ধান্ত নিয়েছে।

গত ২৮ ডিসেম্বর রিয়েলের অবমূল্যায়নকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকার পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে। মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো আপাতত ইরানে তাদের পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।