Web Analytics

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় নতুন অভিযান শুরু করার পরিকল্পনা করছে। চারজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা যায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। অভিযানের সময় ও পরিসর এখনো নির্ধারিত হয়নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা নিশ্চিত নয়। দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রথম ধাপে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান চালানো হতে পারে। পেন্টাগন এ বিষয়ে মন্তব্য না করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে, আর সিআইএ কোনো মন্তব্য করেনি। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে মাদক প্রবাহ রোধ ও দায়ীদের বিচারের জন্য সব উপায় ব্যবহার করতে প্রস্তুত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের খবরও পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।