কুমিল্লার তিতাসে রাস্তা ছাড়া খালের ওপর তৈরি হচ্ছে পাঁচ কোটি ১২ লাখ টাকার সেতু। তার এক পাশে নেই কোনো সংযোগ রাস্তা, অন্য পাশে রয়েছে গ্রামীণ ভাঙাচোরা কাঁচা রাস্তা। নির্মাণাধীন এই সেতুর চারপাশে রয়েছে শত শত বিঘা ফসলি জমি। এ সেতু নির্মাণে বিপুল পরিমাণ টাকা ব্যয় হলেও সুফল পাবে না এলাকাবাসী। ছোট্ট খালের ওপর এত টাকা ব্যয়ে রাস্তা ছাড়া সেতু নির্মাণ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ। এছাড়া সাতশ মিটার দূরে একই খালের ওপর প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে আরেকটি গার্ডার ব্রিজ। সরকারি টাকা লুটপাট ও অপচয় করে এ সেতু নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।