জবি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক সভাপতিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী মেহেদী বলেন, ‘আমি নিজের এলাকার পাশে ছিলাম। সেখানে একদল লোক মাদক কারবারে জড়িত ছিল। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’