চলতি ডিসেম্বরের প্রথম ১৭ দিনে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রবাসী আয়ের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৮ কোটি ৯৪ লাখ ডলার, যা আগের বছরের নভেম্বরের তুলনায় ৩১ দশমিক ৩৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৫ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসী আয়ের এই বৃদ্ধি সরকারি প্রণোদনা, ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং বিনিময় হার ব্যবস্থাপনার উন্নতির ফল। ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করতে সহায়তা করবে বলে তারা আশা করছেন।