ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে ২১ জেলায় স্থানীয়ভাবে ১০০টি আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত এখনো অফিশিয়াল প্রার্থী ঘোষণা করেনি। এটা প্রাথমিক সিলেকশন। তখন যাদের নমিনেশন দেওয়া হবে তারাই প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। তা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, নির্বাচনের জেনোসাইড হবে!