Web Analytics

মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির পাঁচ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ। বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন নেতা দলের প্রতীক ধানের শীষের বিপক্ষে কাজ করছেন। অভিযোগের ভিত্তিতে জেলা বিএনপি এই পদক্ষেপ নেয়। অন্যদিকে, সাবেক জেলা বিএনপি সদস্য মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

জেলা বিএনপি নির্দেশ দিয়েছে, অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখতে। এর আগে ১৯ জানুয়ারি একই অভিযোগে কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আরও পাঁচ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।