Web Analytics

সৌদি আরব ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন আইন কার্যকর করেছে, যার মাধ্যমে বিদেশিরা নির্দিষ্ট এলাকায় বাড়ি ও অন্যান্য সম্পত্তি কিনতে পারবেন। এই আইনের আওতায় সৌদিতে বসবাসরত বিদেশিদের পাশাপাশি বিদেশে থাকা ব্যক্তিরাও সম্পত্তি কেনার সুযোগ পাবেন। তবে মক্কা ও মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনা নিষিদ্ধ থাকবে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সৌদির বাইরে থাকা বিদেশিরা কেবল রিয়াদ ও জেদ্দায় সম্পত্তি কিনতে পারবেন এবং অনুমোদিত এলাকার বিস্তারিত মানচিত্র মার্চ মাসে প্রকাশ করা হবে।

সৌদিতে বসবাসরত বিদেশিরা তাদের ইকামা নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন, আর যারা সৌদির বাইরে আছেন, তাদের নিজ দেশের সৌদি দূতাবাস থেকে ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে। সম্পত্তি কেনাবেচায় সর্বোচ্চ ৫ শতাংশ রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স দিতে হবে। ভুল তথ্য প্রদান বা বেনামে সম্পত্তি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি সৌদি রিয়াল জরিমানা ও সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হলে সৌদি আরবের রিয়েল এস্টেট খাতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং রিয়াদ ও জেদ্দার নির্দিষ্ট এলাকায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।