Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকিমূলক আচরণ ও সম্ভাব্য নৌ অবরোধ পরিকল্পনার কড়া নিন্দা জানিয়েছে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বৈধ তেল রপ্তানি বাধা দেওয়া বা বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা রাষ্ট্র ডাকাতি ও সমুদ্রপথে সশস্ত্র লুটের সমান।

ইরান জানায়, স্বাধীন রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা আন্তর্জাতিক আইনের অধিকার, এবং অন্য কোনো দেশের এতে হস্তক্ষেপের অধিকার নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি নীরব থাকে, তবে এই ধরনের একপাক্ষিক নীতি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে।

বিশ্লেষকদের মতে, এই বিবৃতি ইরান ও ভেনেজুয়েলার ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ককে আরও জোরদার করছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।