Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ইরান আক্রমণের শিকার হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত মতামত কলামে তিনি এই সতর্কবার্তা দেন বলে আল জাজিরা জানিয়েছে। আরাগচি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নতুন করে আক্রমণের মুখোমুখি হলে যা কিছু আছে তা দিয়ে জবাব দিতে দ্বিধা করবে না। তিনি গত বছরের জুনে ইসরাইলের হামলার কথাও উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ তিনি আগেই দিয়েছেন। আরাগচি বলেন, এটি কোনো হুমকি নয় বরং বাস্তবতা, কারণ তিনি একজন কূটনীতিক ও অভিজ্ঞ সেনা হিসেবে যুদ্ধকে ঘৃণা করেন। তিনি সতর্ক করেন যে, একটি সর্বাত্মক সংঘাত ভয়াবহ হবে এবং ইসরাইল ও হোয়াইট হাউসের কল্পিত সময়সীমার চেয়ে অনেক দীর্ঘস্থায়ী হবে, যা বৃহত্তর অঞ্চল ও বিশ্বজুড়ে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে।

গত সপ্তাহে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, সম্ভবত মার্কিন হামলার আশঙ্কায়, আর উপসাগরীয় আরব কূটনীতিকেরা ট্রাম্পকে আক্রমণ না করার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।