বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, ব্যবসা নিবন্ধনে সরকারি অফিসে হয়রানি কমাতে আগামী বছর চালু হবে একটি ডিজিটাল অ্যাপ। ৭ ডিসেম্বর জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তারা এই অ্যাপের মাধ্যমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন, ফলে সরাসরি অফিসে যেতে হবে না।
অনুষ্ঠানে বক্তারা জানান, এসএমই খাতে ঋণের সুদহার বর্তমানে ১৫ শতাংশ, যা মূল্যস্ফীতির কারণে বেশি। এনজিও থেকে ঋণ নিলে সুদ দিতে হয় প্রায় ২৫ শতাংশ, এতে পরিচালন ব্যয় বেড়ে যায়। নির্বাচনী স্থবিরতার কারণে এসএমই খাতে ঋণ বিতরণ কমেছে, যদিও ব্যাংক খাতে দেড় লাখ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে।
বক্তারা আরও বলেন, কৃষিজমি রক্ষায় শিল্প পার্কে বিনিয়োগ বাড়াতে হবে এবং রপ্তানিমুখী এসএমইদের জন্য বন্ডেড ওয়্যারহাউস প্রক্রিয়া সহজ করার দাবি জানান।