Web Analytics

যুক্তরাষ্ট্র ভবিষ্যতে অনির্দিষ্টকাল ধরে ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। বুধবার মিয়ামিতে আয়োজিত গোল্ডম্যান স্যাকস এনার্জি ইভেন্টে তিনি বলেন, ভেনেজুয়েলায় মজুত থাকা তেল এবং পরবর্তী সময়ে উৎপাদিত তেল যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দেশটির তেল রপ্তানি নিয়ন্ত্রণ ও আয় তদারকি করা হবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে ঘোষণা দিয়েছিলেন যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের বিপণনের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে দেবে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এই নিষেধাজ্ঞাভুক্ত কিন্তু উচ্চমানের তেল বিক্রির আয় যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে রাখা হবে। উদ্যোগটির লক্ষ্য আন্তর্জাতিক তেল প্রবাহ পুনরায় সচল করা, মার্কিন রিফাইনারিগুলোর সরবরাহ নিশ্চিত করা এবং ভবিষ্যতে উভয় দেশের লাভ সংরক্ষণ করা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ভেনেজুয়েলার নিষিদ্ধ তেলের ওপর আরোপিত অবরোধ বিশ্বব্যাপী কার্যকর রয়েছে। ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে মার্কিন বাহিনী কয়েকটি ট্যাংকার জাহাজ জব্দ করার পর তিনি জানান, অবৈধ তেল বাণিজ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।