রোববার ঢাকা সেনানিবাসে জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজ হয়। জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায়, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির কৃতী সন্তান অ্যাখ্যা দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে আছি সবসময়। আইএসপিআর জানায়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।