Web Analytics

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে তাকে গ্রেফতার করা—এমন মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ২৪ নভেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধু গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, আবুল সরকার শুরু থেকেই প্রতিটি আন্দোলনে তার সঙ্গে ছিলেন। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ব্যক্তির অধিকার, মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা ক্রমাগত হরণ করা হচ্ছে এবং ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। মাজার ভাঙার ঘটনাকে তিনি ধর্মীয় ফ্যাসিবাদের সূচনা বলে উল্লেখ করেন। ফরহাদ মজহার সরকারের প্রতি আহ্বান জানান, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার রক্ষা করতে হলে সাংস্কৃতিক ও ব্যক্তিগত অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার এবং বাউলদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।