গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইসরাইল ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রেকর্ড নিবন্ধনের আবেদন পর্যালোচনা স্থগিত করেছে বলে জানা গেছে। ইসরাইলি সংস্থা ‘মাতনাত চাইম’ স্বেচ্ছায় কিডনি দান কার্যক্রমের ভিত্তিতে একটি রেকর্ড নিবন্ধনের আবেদন করলে গিনেস জানায়, তারা বর্তমানে ওই অঞ্চল থেকে কোনো আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ইসরাইলের চ্যানেল ১২ জানায়, এই সিদ্ধান্ত পশ্চিম তীর ও গাজা উভয় এলাকাকেই প্রভাবিত করছে। ‘মাতনাত চাইম’ দাবি করেছে, তারা ২,০০০ জন দাতাকে সংগঠিত করেছে এবং গিনেসের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি, ফলে সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।