Web Analytics

চীনের শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যেতে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে। ওরাকল, সিলভার লেক এবং এমজিএক্সসহ বেশ কয়েকটি মার্কিন কোম্পানি এই যৌথ উদ্যোগে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার কর্মীদের উদ্দেশে এক বার্তায় টিকটকের প্রধান নির্বাহী শো জি চিউ এই তথ্য জানান।

চুক্তি অনুযায়ী, নতুন উদ্যোগের এক-তৃতীয়াংশ মালিকানা থাকবে বাইটড্যান্সের বর্তমান বিনিয়োগকারীদের হাতে এবং প্রায় ২০ শতাংশ শেয়ার থাকবে বাইটড্যান্সের কাছে। যুক্তরাষ্ট্রের বর্তমান আইনে কোনো চীনা কোম্পানির জন্য এটিই সর্বোচ্চ অনুমোদিত শেয়ার। ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন, যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, এই চুক্তির অন্যতম প্রধান অংশীদার।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রির নির্দেশ দেওয়া হয়েছিল। জানুয়ারি পর্যন্ত সময়সীমার মধ্যে বিনিয়োগকারী খুঁজে পেয়ে টিকটক নিষেধাজ্ঞা এড়াতে সক্ষম হয়েছে, যা যুক্তরাষ্ট্রে তাদের বাজার টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।