Web Analytics

তথ্য সচিব মাহবুবা ফারজানা খুলনায় এক মতবিনিময় সভায় বলেন, সরকারি গণমাধ্যমে সততা, জবাবদিহিতা ও আধুনিকায়ন জরুরি। বাংলাদেশ বেতার ও বিটিভির হারানো আবেদন ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেন, গুণগত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে হবে। রাষ্ট্রনির্ভরতা কমিয়ে তথ্য বিভ্রান্তি রোধ ও আইসিটি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। সরকারি প্রতিষ্ঠানকে নিজের মনে করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।