Web Analytics

দিনব্যাপী আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন রোববার রাতে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, এক বৈঠকে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা সকাল থেকে ডিনদের চেম্বারে তালা ঝুলিয়ে ও রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে রাখার পর এই সিদ্ধান্ত আসে।

পদত্যাগকারী ডিনরা আইন, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল ও ভূবিজ্ঞান অনুষদের দায়িত্বে ছিলেন। তাদের মেয়াদ শেষ হলেও উপাচার্য নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছিলেন। আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের নেতারাও অংশ নেন এবং তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়।

এই পদত্যাগ বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক স্থবিরতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। আগামী দিনে অন্তর্বর্তীকালীন নিয়োগ ও নতুন ডিন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।