নারায়ণগঞ্জে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। স্মৃতিস্তম্ভটি নারায়ণগঞ্জে ৩৬ দিনের গণ–অভ্যুত্থানে নিহত ৫৬ জন শহীদের স্মরণে নির্মিত হয়েছে। উপদেষ্টারা বলেন, এই সরকারের মেয়াদেই জুলাই গণহত্যার বিচার হবে। একইসঙ্গে তারা ‘গণভবনকে ফ্যাসিস্ট জাদুঘর’ হিসেবে ৫ আগস্ট উদ্বোধনের ঘোষণা দেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাছের চারা রোপণ করা হয়।