Web Analytics

আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রকল্প’-এর শিক্ষার্থীরা বিশেষ আবাসন বৃত্তিতে অন্তর্ভুক্তির দাবিতে সোমবার সকাল ১১টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে রাখেন। প্রায় ১০ ঘণ্টা স্থায়ী এই অবরোধে উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক কর্মকর্তারা রাত সাড়ে ৮টা পর্যন্ত ভবনের ভেতরে অবরুদ্ধ থাকেন।

আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন— মেধাবী প্রকল্পের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন বৃত্তির আওতায় আনা, বৃত্তি প্রদানে মেধাভিত্তিক শর্ত বাতিল করে প্রয়োজনভিত্তিক করা, এবং রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণভাবে বাতিল করা। দীর্ঘ অবরোধে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা উচ্চ ভাড়ায় হলে থাকলেও বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।