মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা গোটা মানবতার ওপর ছুরিকাঘাত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আমির বলেন, মাগুরায় আট বছরের এক শিশুর সঙ্গে তার আপনজনরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করেছে, এটা গোটা মানবতার ওপর আঘাত। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই। তিনি বলেন , এই সমাজে পাশবিক হৃদয়বিদারক অনেক দৃশ্য দেখতে হয়, শুনতে হয়। হৃদয় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। জামায়াত আমির বলেন, আল্লাহ যদি আমাদের কোনোদিন এই দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হবে শিক্ষার সংস্কার সাধন করা।